\"Writing.Com
*Magnify*
SPONSORED LINKS
Printed from https://writing.com/main/view_item/item_id/1794810-24532476249524682494
Item Icon
\"Reading Printer Friendly Page Tell A Friend
No ratings.
Rated: ASR · Poetry · Opinion · #1794810
Bangla Kobita
প্রয়োজন শান্তির বিপ্লব
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

মানুষরূপী হায়েনাদের অত্যাচারের ছোবল সর্বত্র :
রাস্তায়-অলিতে-গলিতে-অফিস-আদালতে-
জনগন,জনপদ ভীত সন্ত্রস্থ শান্ত মানবতা ;
শিক্ষাঙ্গন-চিকিৎসাঙ্গন যেদিকেই রাখি চোখ
অন্যায়ের কাছে ন্যায়ের নতিস্বীকার ,
অসততার কাছে সততার পরাজয় ,
দেনাদারের উপর পাওনাদারের নির্যাতনের ষ্টিমরোলার ,
দুর্বলের উপর সবলের অত্যাচারের খন্জর ,
সতত চলমান এহেন উৎপীড়নে অতীষ্ঠ মানবকুল ;
করুন আর্তি মানুষের চারিদিকে,আর মানবতার নীরব কান্না
সুদ-ঘুষ-চুরি-ডাকাতি-রাহাজানী
খুন-গুম-অপহরণ-অন্যায়-অসততা
অত্যাচার-অনাচার-অবিচার-ব্যভিচার
জুলুম-সন্ত্রাস-ধর্ষণ-নির্যাতন-চিন্তাই
বিবিধ অপকর্মের যাঁতাকলে পিষ্ঠমান শান্তিপ্রিয় মানুষ ,
আর অশান্তির দহনে দগ্ধমান মানবতার শান্তির পারাবাত ।
হিংসা-জিঘাংসা-শত্রুতা-পরনিন্দা
লোভ-লালসা-আর স্বার্থান্ধত্বের মোহে
মানুষের মানবিক স্বত্বা যেন চেতনাহীন ;


ঘুমন্ত মানুষের বিবেক – দেখেনা
মানবতার উপর আবর্তিত অশান্ত দাবদাহ ,
তাই স্বপ্ন দেখে তারা ঘুমে এক শান্ত নীলিমা –
শান্তিতে আচ্ছন্ন রাখে তাদের সব সুখকর মুহুর্ত ;
স্বপ্নশেষে দেখতে পায় –
আগুনের মাঝেই তাদের নিদ্রাবাস ।
এমন ঘুমন্ত স্বপ্নচারীদের জাগাতে হবে ,
নিভাতে হবে আগুন –
নয়তো পুড়ে গিয়ে অঙ্গার হবে সে সব মানুষ ,
তাদের মাংস পোড়া গন্ধে নষ্ট হবে পরিবেশ ,
বাসযোগ্যহীন হয়ে পড়বে সুশীল সমাজ ।
পরিবেশ যাতে আর নষ্ট না হয় –
ব্যবস্থা নিতে হবে জাগ্রত মানুষদের ,
সুশীল সমাজেরই করতে হবে
অশান্ত পরিবেশে শান্তির আনায়ন ;
এরই লক্ষ্যে প্রয়োজন –
“ একটা শান্তির বিপ্লব ’’।
================================
© Copyright 2011 ZAKARIASHAHNAGARI (zakariactg at Writing.Com). All rights reserved.
Writing.Com, its affiliates and syndicates have been granted non-exclusive rights to display this work.
Printed from https://writing.com/main/view_item/item_id/1794810-24532476249524682494