খন্ড কাব্য ( প্রথম পর্ব )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
=======================
এক .
প্রেম করেছি বেশ করেছি
তোমার তাতে কি ?
আমার প্রেমে তোমার চোখে
ঢালছো কেন গরম ঘি ?
---------------------------------------
দুই .
প্রেম করোনা আমায় দেখে
লাভ হবেনা কিছু ,
তোমার প্রেম তুমি করো
আসবেনা মোর পিছু ।
-------------------------------------------
তিন .
ও সজনী ! কোথায় তুমি ?
গেছো কোথায় চলে ?
এই রজনী কাটছে না তো
ভাসছি চোখের জলে ।
---------------------------------------------
All Writing.Com images are copyrighted and may not be copied / modified in any way. All other brand names & trademarks are owned by their respective companies.
Generated in 0.06 seconds at 1:26am on Jan 03, 2025 via server WEBX1.