গত অক্টোবরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর এই ভেন্যুতে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ফতুল্লা ও বিকেএসপিতে। কারণ, মিরপুরে এখন চলছে সংস্কার কাজ। এটি এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচটি এই ভেন্যুতে আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, অস্ট্রেলিয়ার একটি নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে। এই সিরিজের ফিকশ্চার এখনও চূড়ান্ত হয়নি। তবে, দুই বোর্ডের মধ্যে আলোচনার মাধ্যমে এটি দ্রুত ঠিক হয়ে যাবে বলে মনে করছি। আশা করছি, এই সিরিজের প্রথম ম্যাচটি আমরা মিরপুরে আয়োজন করতে পারব। আগামী আগস্টে দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু সেবার নিরাপত্তার কারণ দেখিয়ে সফরটি স্থগিত করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
All Writing.Com images are copyrighted and may not be copied / modified in any way. All other brand names & trademarks are owned by their respective companies.
Generated in 0.09 seconds at 4:38pm on Jan 06, 2025 via server WEBX2.